জয়পুরহাট জেলার ভৌত অবকাঠামোর উন্নয়নে সিনিয়র সচিবের মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট জেলার ভৌত অবকাঠামোর উন্নয়নে প্রকল্প পরিদর্শন এবং প্রকল্প পরিচালকগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউসে প্রকল্প পরিচালকগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
“জয়পুরহাট হিচমী- পুরান আইপল- পাঁচবিবি- হিলি (শহরে লিংকসহ) মহাসড়ক উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন এবং “গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করন প্রকল্প (রংপুর জোন)২য় সংশোধিত প্রকল্পের জয়পুরহাট শহরাংশের কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের যুগ্মসচিব গোলাম মোছাদ্দেক, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য উপপ্রধান বেগম শারমিন আক্তার, জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাঃ সবুর আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিজানুর রহমান, উজ্জ্বল বাইন, সাজ্জাদ হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, নেসকো’র নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর, পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী বায়জিদ বোস্তামী প্রমুখ।
পরে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জেলার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। যেমনঃ জয়পুরহাট ৪ লেন রাস্তার কাজ দ্রুত শেষ করা, হিচমী থেকে ঘোড়াঘাট পর্যন্ত রাস্তা প্রশস্ত করণ,খনজনপুর থেকে গতন শহর পর্যন্ত রাস্তা প্রশস্ত করণ, পাঁচুরমোড় থেকে খনজনপুর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরন, হিচমী বাইপাস সড়কের কাজ দ্রুত শেষ করা এবং পাঁচুরমোড়ে রেলওয়ে উরাল সড়কসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তালিকা উপস্থাপন করেন। সিনিয়র সচিব মহোদয় জয়পুরহাট জেলার সমস্যা গুলো শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।