জয়পুরহাটে সরকারি শিশু পরিবারের পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
সরকারি শিশু পরিবারের প্রাক্তন ছাত্রদের আয়োজনে জয়পুরহাটে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের আরাম নগর সরকারি শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজ আক্তার চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোঃ আল মামুন,সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক শারমিন সুলতানা, ফারুকুজ্জান ফারুক, ইন্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ সহ সরকারি শিশু পরিবারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
এসময় জয়পুরহাট সরকারি শিশু পরিবারের প্রাক্তন ছাত্ররা দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হওয়ার নানা রকম অনুভূতি ও সফলতার বক্তব্য রাখেন।