বগুড়ায় ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত
বগুড়া অফিস:
ভোরের পাখি শিল্পীগোষ্ঠী, বগুড়া এর আয়োজনে ১২ জুন বৃহস্পতিবার বিকাল ৫:৩০ মিনিটে জাতীয় ও স্থানীয় শিল্পীদের নিয়ে শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এক জমজমাট সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
ভোরের পাখি শিল্পীগোষ্ঠী এর পরিচালক শিল্পী এনামুল হক এর সভাপতিত্বে উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের শিল্পী ও নাট্যকার মাসুদ রানা, মহানগর শিল্পীগোষ্ঠী ঢাকা এর পরিচালক আবু রায়হান, বিশিষ্ট শিল্পী ও অভিনেতা শফিক আদনান, ভোরের শিল্পীগোষ্ঠীর তত্বাবধায়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মিজানুর রহমান, বগুড়া সমন্বয় শিল্পীগোষ্ঠীর সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব আব্দুস সালাম তুহিন, মাহী শিল্পীগোষ্ঠী বগুড়া এর চেয়ারম্যান জনাব সাইয়েদ কুতুব সাব্বির, বগুড়া সাংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি আবুল কাশেম আমিন, সমন্বয় এর সাবেক পরিচালক রাকিব রাশেদ সহ ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর সকল শিল্পীবৃন্দ।
পাণবন্ত ও আনন্দঘন প্রোগ্রামে পারস্পরিক মতবিনিময়, গান আড্ডা এবং গল্পের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।