আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়ুন: অধ্যাপক আব্দুর রহীম
বগুড়া অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম বলেছেন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে ময়দানে সবাইকে এক যোগে ঝাঁপিয়ে পড়তে হবে। জামায়াত ক্ষমতায় গেলে কোন বিদেশী প্রভুর কথায় দেশ চালাবে না। কুরআন সুন্নাহর আলোকে দেশকে পরিচালনা করে কল্যাণ ও সমৃদ্ধশালী করে সামনের দিকে এগিয়ে নিবে। তিনি শুক্রবার বিকেলে শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে এক জরুরী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিচার সময়ের দাবী। তিনি যেভাবে মানুষ হত্যা করেছে। তার বিচার এ সরকারের অধীনে হওয়া উচিত। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দেশের সব সেক্টরে সংস্কার প্রয়োজন। তবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রযোজন, সেসব সেক্টরে অবশ্যই সংস্কার করতে হবে। অন্যথায় আরেকটি ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে।