ট্রাক, অটোরিকশা,মেসিট্রাক্টর সংঘর্ষ – নিহত ১ জন আহত ৫ জন 

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে ট্রাক, মেসি ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সা চালক ইদ্রিস আলী নিহত ও শিশু সহ পাঁচ জন আহত হয়েছে।

রবিবার দিবাগত রাত ১২ টার দিকে জয়পুরহাট – নওগাঁ রোডে খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী (৪) জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকার একরাম আলীর ছেলে। আহতরা হলেন, সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে শিশু নিহা আক্তার (২)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়পুরহাট শহর থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা এক শিশু সহ পাচ যাত্রী নিয়ে ভাদসা দুর্গাদহ বাজার যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে অটো রিক্সাটিকে ধাক্কা ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি ছিটকে পরে ডুমরে মুচড়ে চূর্ণ বৃচন্ন হয়ে যায় । এমন সময় ট্রাকটির সামনে দিয়ে আসা একটি মেসিট্রাক্টরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটো রিক্সা চালক ইদ্রিস আলীর মৃত্যু হয়। অটোরিক্সায় থাকা শিশুসহ পাঁচজন যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ খনদ্কার ফরিদ হোসেন বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাক ও মেসি ট্রাক্টরকে হেফাজতে রাখা হয়েছে আর অটো রিক্সাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে । ট্রাক ও মেসিট্রাক্টরের ড্রাইভার – হেলপারকে পাওয়া যায়নি। অভিযোগ পেলেই যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *