জয়পুরহাটের চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাখরা গ্রামের ডাকাতির ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের ২৫ অক্টোবর মধ্য রাতে ৮/৯ জন অজ্ঞাতনামা ডাকাত দল কছিম উদ্দিন ফকিরের বাড়ির টয়লেটের উপর দিয়ে প্রবেশ করে বাড়ির মালিককে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ৪ টি বিদেশী গরু, চাল, কাপড়-চোপড় প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় কছিম উদ্দিন ফকির (৬২), পিতা-মৃত মজিবর রহমান ফকির, সাং-বাখরা, থানা-কালাই, জেলা-জয়পুরহাট গত ২৫/১০/২০২৪ খ্রি, থানায় ডাকাতি মামলার এজাহার দাখিল করে। মামলা নং-১৭, তারিখ-২৬/১০/২০২৪ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এর সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তাবাসতা আলমপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে একাধিক ডাকাতি মামলার আসামী মেহেদী হাসান ওরফে চিকন আলী কে আক্কেলপুর থানা এলাকায় হতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতের বিচারক শারমিন আক্তারের নিকট ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এঘটনায় ৯জন আসামীর মধ্যে ৭জনকে চি‎িহ্নত করে ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২জন অজ্ঞাত রয়েছে। এছাড়াও ডাকাতি মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
তিনি আরো বলেন, অপরাধীরা কোন ভাবেই যেন পার না পায় সে ব্যাপারে জেলা পুলিশ বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে, অপরাধী যত বড়ই হোক না কেনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ মামলার দ্রুত চার্জশীট প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ জিন্না আল মামুন, সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল তুহিন রেজা, ডিআইওয়ান মিজানুর রহমান, ওসি ডিবি আসাদুজ্জামান, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *