জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি গঠন

অনলাইন ডেস্ক:

মোঃ ফিরোজ আলমগীরকে প্রধান সমন্বয়কারী ও সাংবাদিক ওমর আলী বাবুকে  যুগ্ম সমন্বয়কারী করে জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।

শনিবার ১৪ জুন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির তালিকাটি প্রকাশ করেন। ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত অনুমোদিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার গোলাম কবীর, এ্যাডঃ আঃ ওয়াহাব দেওয়ান কাজল, মোঃ আশরাফুল ইসলাম, ডা. নুরুল ইসলাম রঞ্জু, মোছাঃ জহুরা বেগম, বোরহান উদ্দিন, তৌহিদুজ্জামান, ঝর্না বেগম, তাজরুল ইসলাম, আহমাদ উল্ল্যাহ শাকিল, মুনিরুজ্জামান মনির, মোঃ রাসেল মাহমুদ, আতিকুর রহমান,মোঃ আবু সাঈদ সোহেল, রাশেদুল হাসান, তপু রায়হান রনি, ইসতিয়াক, আবু নাঈম, কাজলী রানী মাহাতো, তাওসীফ এনাম শুভ, আবু রায়হান, মোঃ ইসমাঈল হোসেন হাদী, কেফায়েত উল্ল্যাহ কাউসার, মোঃ নিজাম, এ্যাড. মোরসালিন পারভেজ, শফিকুল ইসলাম, মোঃ রেজুয়ান, মোঃ মজিদুল সরকার, জেসমিন আক্তার সৃষ্টি, মোঃ রাশেদুল ইসলাম, রাকিবুল হাসান রকি।

এবিষয়ে যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু বলেন, জাতীয় নাগরিক পার্টিকে জয়পুরহাট জেলায় ফুটিয়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। জেলার সার্বিক অগ্রগতির জন্য সকলের দোয়া ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *