বগুড়ায় আসামী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত
বগুড়া অফিস:
বগুড়া জেলার সদর উপজেলার উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান (৪৫) সিভিল পোশাকে বগুড়া সদরস্থ ঝোপগাড়িতে সাজা প্রাপ্ত আসামি মোঃ মুরাদুন্নবী নিশানকে আটক করতে গেলে উক্ত আসামি পুলিশ সদস্যদ্বয়কে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।