পাঁচবিবি থেকে বিষ্ণু মূর্তিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব 

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকা থেকে মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর থানাধীন  কল্যাণপুর এলাকার মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে মোঃ বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে  মোঃ মোরসালিন সরকার (২৩)।গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল জেলার পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিকট হতে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত আসামী বাবুল এবং মোরসালিনদ্বয় কষ্টিপাথর মূর্তি পাচারকারী। তারা কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতঃ সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গতকাল প্রাচীন কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তিটি পার্শবর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রাখে এবং ধৃত আসামী বাবুল আরো জানায় যে, সুযোগবুঝে ধৃত আসামী মোরসালিন এর মাধ্যমে উল্লেখিত প্রাচীন কালো পাথরের (কষ্টিপাথর) “বিষ্ণু মূর্তি” টি পাচার করবে। ধৃত আসামী বাবুল এবং মোরসালিন অবৈধভাবে প্রাচীন মূল্যবান কালো পাথরের (কষ্টিপাথর) বিষ্ণু মূর্তি অবৈধভাবে সংগ্রহ করে পার্শবর্তীদেশে (বিদেশে) পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে The Special Powers Act, ১৯৭৪ এ শাস্তিযোগ্য অপরাধ করেছে।

এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদেরকে  হস্তান্তর করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *