জয়পুরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংলাপ
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সম্পদের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার পেঁচুলিয়া এলাকার গীর্জায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেসরকারি সংস্থা দি স্যালভেশন আর্মি বাংলাদেশের তত্বাবধানে ও সহনশীলতা বাংলাদেশ প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠানে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, দি স্যালভেশন আর্মি বাংলাদেশের ডুমুরিয়া খুলনার প্রজেক্ট ম্যানেজার স্টেফেন বিশ্বাস।
এসময় আরও বক্তব্য রাখেন, সহনশীলতা বাংলাদেশ প্রজেক্টের দিনাজপুর ক্লাসটারের এড়িয়া কো-অর্ডিনেটর নীলা মুর্মু ও গীর্জার দায়িত্বরত কর্মকর্তা গোপাল সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কৃষকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ সবচেয়ে বেশি দ্বায়ী। অবাধে গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু গাছ লাগানো হচ্ছেনা। যা মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি করছে। এজন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সম্পদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। সেইসাথে রক্ষণাবেক্ষণ করা না গেলে তার প্রভাব আমাদের মধ্যে পড়বে। এছাড়া ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ লাগানো থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়।