উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া অফিস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম বলেছেন, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে রুকনদের আদর্শিক দৃঢ়তা, শুদ্ধ চরিত্র ও ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে সাহস, ধৈর্য ও সুদৃঢ় ইমানী চেতনা নিয়ে সংগঠন কাজ করতে হবে। দাওয়াত, তরবিয়াহ ও সাংগঠনিক কর্মধারা আরো বেগবান করে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

শনিবার (২১ জুন) সকাল ৯টায় বগুড়ার শাজাহানপুরের মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী কোনো ক্ষমতাকেন্দ্রিক দল নয়। এটি একটি আদর্শিক সংগঠন, যার মূল লক্ষ্য হলো আল্লাহর দেয়া দ্বীনকে সমাজে বাস্তবায়ন করা। রুকনগণ হচ্ছেন এই আদর্শিক কাফেলার প্রথম সারির সৈনিক। তাঁদের আত্মশুদ্ধি, তাকওয়া, ইখলাস ও দাওয়াতি কর্মতৎপরতার মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠনকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের চরিত্র, কাজ এবং কৌশলে পবিত্রতা থাকতে হবে। ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে সমাজের প্রতিটি স্তরে প্রভাব বিস্তারকারী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, দাওয়াত ও সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আপনাদের জীবনে সময় ব্যবস্থাপনা, অধ্যয়ন ও আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হতে হবে। তাহলেই আমরা প্রকৃত রুকনের মর্যাদা অর্জন করতে পারবো।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

এসময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক সুযোগ। আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া কেবল একটি রাজনীতি নয়, বরং এটা দ্বীনি দায়িত্বের অংশ। ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বকে এগিয়ে নিতে হলে আমাদের ভোটের রাজনীতিকেও শক্তিশালী করতে হবে। এজন্য সংগঠন থেকে শুরু করে সমাজের সর্বস্তরে আমাদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে আমি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই এই আসনে একটি আদর্শভিত্তিক, জনসম্পৃক্ত ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। আমরা প্রতিশ্রুতি দিয়ে নয়, আদর্শিক কাজ ও জনগণের সঙ্গে সম্পর্কের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

তিনি রুকনদের উদ্দেশে বলেন, ভোট শুধু একটি পদ্ধতি নয়, এটি আদর্শ প্রতিষ্ঠার মাধ্যম। তাই আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ুন, তরুণদের সম্পৃক্ত করুন, মহল্লায় মহল্লায় দাওয়াতি কার্যক্রম চালিয়ে যান। ভোট ও দাওয়াত একে অপরের পরিপূরক।

উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা মোঃ আব্দুল হাকিম সরকার ও জেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহিল বাকী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ মোকলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওছার আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল মান্নান, মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন ও উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সুবেদার (অবঃ) আনোয়ার হোসেন, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *