বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
বগুড়া অফিস:
বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,কেক কর্তৃন ও বিশেষ সাধারণ সভা, মৃত্যু সদস্য ও মেয়ে বিবাহের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অত্র সংগঠনের সভাপতি মোঃ রাসেল মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।
শুক্রবার সকালে বগুড়া টিটু মিলনায়তনে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,কেক কর্তৃন ও বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান ছামসু, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হারুন অর রশীদ সাজু।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিন্টু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন তিনি বগুড় লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, অত্র সংগঠন সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর রহমান,ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন,নির্বাহী সদস্য শাহ জামালসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারী খেলার ১ম বিজয়ী ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হারুন অর রশীদ সাজু কে ১টি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল পুরস্কার তুলে দেওয়া হয়।