আস্থা’র সামাজিক ও রাজনৈতিক সহনশীলতা নিয়ে অবহিত করণ সভা

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে সামাজিক- রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধি বিষয়ক নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সাথে রবিবার দুপুরে জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আস্থা নাগরিক প্লাটফর্মের সদস্য সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সালেকুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- সহকারী পরিচালক এ.কে.এম রওশন আলম, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট মো: সোহাগ পারভেজ, জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, বম্বু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোয়ার হোসেন, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন, এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বেসরকারি স্বেচছাসেবী সংগঠন ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে আস্থা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে ভিন্নধর্মী অনুষ্ঠানটির উপস্থাপন করেন মনিটরিয় এবং রিপোটিং কো-অরডিনেটর জাহাঙ্গীর, ডেমক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের জয়পুরহাট জেলা সমন্বয়কারী নাসিমা বেগম, সিনিয়র ফিল্ড অফিসার মোফাখখারুল ইসলাম সহ সংশ্লিষ্টরা।

সভায় পরমত সহিষ্ণুতা, মাদক, দূর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধ, বেকরত্ব দূরীকরন, অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন ও গনতন্ত্রের অবাধ চর্চার ফলে সামাজিক-রাজনৈতিক শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি পাবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *