বগুড়ায় বিএনপি নেতা এখলাসের আটকের দাবীতে বিক্ষোভ মিছিল
বগুড়া অফিস:
বগুড়া সদরের ৬ নং শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল ও তার সন্ত্রাসী বাহিনী ভাতিজা সাগরের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এলাকাবাসী সোমবার দুপুরে বগুড়ার সাতমাথায় মানব বন্ধন করেছে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী গ্রামের শত শত এলাকাবাসীর মানব বন্ধনে অবিলম্বে এখলাস মন্ডল কে সন্ত্রাসী চাঁদাবাজ মামলাবাজ উল্লেখ করে দ্রুত আটকের দাবী জানান। মানব বন্ধনে বক্তারা বলেন বিএনপির সহ সভাপতি এখলাস মন্ডল বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রতিনিয়ত প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং অসহায় মানুষদের হত্যার হুমকি, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবী করছে। আর এতে তাকে সহযোগিতা করছেন সন্ত্রাসী ভাতিজা সাগর, স্বপন, সোহেল, শিমুল, জয়, জিলহজ্জ, গালকাটা শিহাব।
এলাকাবাসী জানিয়েছেন, রবিবার এলাকায় মানব বন্ধন করা হলে সন্ত্রাসীরা এখলাস বাহিনীর সদস্যরা রাতে মোটরসাইকেল নিয়ে এলাবাসীকে হুমকি দেয়। মানব বন্ধনে বলেন এখলাস বাহিনীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করা হলেও প্রশাসন এ বিষয়ে নীরব ভুমিকা পালন করছে। এমনকি কোনো মামলা পর্যন্ত নেওয়া হচ্ছেনা। ফলে কিছুদিন পর পর চালিতাবাড়ীর মানুষদের প্রকাশ্যে কুপিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে। মানব বন্ধনে এখলাস বাহিনীর কর্মকান্ডে অতিষ্ঠ অনেকেই অঙ্গ হারিয়েছেন তা দেখান। তারা দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
মানব বন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার আবু বক্কর সিদ্দিক, আমিনুর ইসলাম, জাফর ইসলাম, আনার ইসলাম, মানিক মিয়া, রবিউল ইসলাম, লিলু মিয়া, গোলাম মোস্তফা মোস্তা, মুক্তার হোসেন, ইমন ইসলাম, শফিকুল ইসলাম, রাইসা ইয়াসমিন, কবিতা খাতুন, এম আর ডাবলু প্রমুখ।