জয়পুরহাটে  গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  কর্মশালা

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা সোমবার  সাড়ে ১০টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ সবুর আলী সভাপতিতেত্ব কর্মশালায়  প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক  আফরোজা আকতার চৌধুরী।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক মো. ইমাম হাসিম, জেলা  প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম,  সহ-সভাপতি রাশেদুজ্জামান ও সোহেল আহমেদ লিও প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, অল্প সময়ে এবং স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একটি নিরাপদ শান্তিপূর্ণ বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। গ্রাম আদালতের সুফল ও সুবিধাসমূহ সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করতে ব্যাপক জনসচেতনা বাড়াতে গণমাধ্যমকর্মী, সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে ভূমিকা রাখার আহবান জানান।

কর্মশালায় জানানো হয়, গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬৯.৯৯ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। এ সময়ে গ্রাম আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহকে মোট ২ কোটি ৬২ লাখ ৬১হাজার ৭০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

কর্মশালায়  জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিওকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহন করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *