বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার মসলা উদ্ধার
বগুড়া অফিস:
বগুড়া শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রায় আড়াই টন মেয়াদোত্তীর্ণ মসলা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ অপরাধে জাহাঙ্গীর স্টোরের ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জিরা, সাদা এলাচ, দারুচিনি, কালো এলাচ, তকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ মসলা দীর্ঘদিন ধরে গুদামে মজুত রেখেছিল অসাধু ব্যবসায়ী।
সোমবার বেলা ১১টার দিকে শহরের রাজাবাজারে জাহাঙ্গীর স্টোর গুদামে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট আল ফাহাদ।
এ অভিযানে গুদাম থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নানা ধরনের ২ হাজার ৬০০ কেজি মসলা জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত জাহাঙ্গীর স্টোরের ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, এসব মেয়াদোত্তীর্ণ মসলা দীর্ঘদিন ধরে গুদামে মজুত রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ মসলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।