জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ভিডিও ভাইরাল, থানাছাড়া ওসি হাশমত আলী

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের ক্ষেতলাল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী একটি পুরনো ভিডিও ভাইরালের ঘটনায় বুধবার (২৫ জুন) সকালেই থানা ছেড়ে চলে গেছেন।

ওসি হাশমত ১৩ জুন থানায় যোগ দেন। তবে সম্প্রতি ২০১২ সালের ৫ নভেম্বর দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে জামাতে ইসলামী আয়োজিত বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তৎকালীন এসআই হাশমত আলীকেও জামাত নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করতে দেখা যায়।

জামাতে ইসলামী অভিযোগ করেছে, ওই বিক্ষোভে হাশমতের লাঠিচার্জে তাদের জেলা সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম গুরুতর আহত হন এবং তার গুলিতেই ইসলামী ছাত্রশিবিরের সদস্য বদিউজ্জামান নিহত হন। ক্ষেতলাল উপজেলা জামাতের সেক্রেটারি শামীম হোসেন মণ্ডল বলেন, “তিনি শুধু অতীতে নয়, এখনো দমন-পীড়ন চালাচ্ছেন। জনগণের সিদ্ধান্ত—তিনি আর একদিনও এই উপজেলায় থাকতে পারবেন না।”

এ বিষয়ে বক্তব্য নিতে গিয়ে ওসি হাশমত আলীকে থানায় পাওয়া যায়নি। ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) এস. এম. কামাল জানান, “সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরালের পর ওসি স্যার আমাকে সরকারি মোবাইলসহ চার্জ বুঝিয়ে দিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চলে যান এবং এখনো ফেরেননি।” পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *