জয়পুরহাটে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল এর উদ্বোধন
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সহযোগিতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে ক্রিকেট কার্নিভাল এর শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি যুগ্মসচিব আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট এর সহকারী পরিচালক শাকিল আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা প্রমুখ। টূর্ণামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করেন। প্রতিটি দলে ৮ জন খেলোয়াড় রয়েছে মোট ৪৮ জন।