“মাইগভ” ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম বিষয়ক অবহিত করণ কর্মশালা
অনলাইন ডেস্ক:
“মাইগভ” নামে সরকারের সকল ডিজিটাল সেবা একত্রে পাওয়ার প্ল্যাটফর্ম এক ঠিকানায় সরকারী সেবা বিষয়ে অবহিত করণ কর্মশালা বৃহস্পতিবার জয়পুরহাটে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জিয়াউর রহমান, এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী শামিম শারার ফুয়াদ, উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান. উপজেলা নির্বাচন অফিসার ইমরান হোসেন, ধলহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, বম্বু ইউপি’র প্যানেল চেয়ারম্যান মনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম প্রতিনিধি।
সভাপতি উপজেলা নির্বাহী অফিসার “মাইগভ” সম্পর্কে জানান, এতে যে কেউ একবার নিবন্ধন ও ভেরিফিকেশন করলে, বিভিন্ন দপ্তর থেকে অনলাইনে আবেদন, পেমেন্ট, ট্র্যাকিং ইত্যাদি কার্যক্রম খুব সহজে করতে পারবেন।
সেবা খাত সার্টিফিকেট সত্যায়ন, সুদ, অনুদান, কৃষি, ভূমি, শিক্ষা, লাইসেন্স, ব্যক্তিগত অনুমতি ইত্যাদি সেবাগ্রহীতা নাগরিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, প্রবাসী ইত্যাদি সুবিধাদি একসাথে একাধিক সেবা, অনলাইন আবেদন ও পেমেন্ট, ট্র্যাকিং, অভিযোগ ব্যবস্থা, ইউনিয়ন থেকেও এ সেবা পাওয়া যাবে।
তিনি আরও বলেন, সাধারণ জনগণের সেবা দ্রুত এবং হয়রানিমুক্ত ভাবে সহজে পেতে “মাইগভ” সেবা চালু করা হয়েছে। এর সুফল পেতে সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তাদের তিনি দিক নিদের্শনা দেন।