বগুড়ায় হাটঁতে বের হয়ে মেধাবী শিক্ষার্থী সৌমিক নিখোঁজ
বগুড়া অফিস:
বাসা থেকে হাটঁতে বের হলেও খুঁজে পাওয়া যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিককে (৩০)।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাঁটার উদ্দেশ্য বগুড়া শহরের জলেশ্বরীতলার নুর মসজিদ এলাকার বাসা থেকে বের হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় তার বাবা ব্যবসায়ী তৌফিকুর রহমান হেলাল বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২১৫২) করেছেন।
নিখোজেঁর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও বন্ধ দেখাচ্ছে। ছেলে নিখোঁজের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও উৎকন্ঠা। ছেলের খোঁজে দিন-রাত প্রহর গুনছেন বাবা- মা আত্মীয় – স্বজন। ছেলেকে ফিরে পাওয়ার আশায় পাড়া প্রতিবেশী, আত্মীয় – স্বজন,বন্ধু – বান্ধব সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে।
সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করে স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে যাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুরে । এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ।