পীস স্কুল এন্ড কলেজে বগুড়ার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বগুড়া অফিস:
শনিবার বগুড়ার জামিলনগরে পীস স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের চেয়্যারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। কলেজের উপাধ্যক্ষ ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ, শাহাজাহানপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মাদ আমিরুল ইসলাম, বগুড়া সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, ইসলামী ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার অপারেশন মো: নুরুল আলম, পীস স্কুল অ্যান্ড কলেজ খুলনার অধ্যক্ষ মো: কামরুল ইসলাম, পীস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের অধ্যক্ষ মাহাদী হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এ্যাড. জহুরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো: শাহিন আলম, পরিচালক মো: মিজানুর রহমান রায়হান, খন্দকার আতিকুর রহমান, আবু রায়হান উজ্জল, শাহাদত হোসেন, নিলুফা ইয়াসমিন, দেলোওয়ার হোসেন সাঈদী প্রমুখ।
অনুষ্ঠানে প্লে থেকে ৭ম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা অর্ধশতাধিক স্টলে বিভিন্ন বৈজ্ঞানিক কর্ম প্রদর্শন করেন। মেলায় ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী সহ অসংখ্য অভিভাবক ও দর্শনার্থী অংশগ্রহণ করেন এবং সকল কর্মকান্ড দেথে মুগ্ধ হন।