১৭ বছর বিএনপি নেতাকর্মীরা মনের কথা বলতে পারেনি

বগুড়া অফিস:

বগুড়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা বলেছেন, বিগত ১৭ বছরে প্রত্যেক নেতাকর্মীর নামে অন্তত ৫টি মামলা দিয়ে কারাবন্দী রাখাসহ হয়রানি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গায়েবী মামলা-হামলা ও নির্যাতনের মুখে ফেরারি জীবন কাটাতে হয়েছে। আমরা মনের কথা প্রকাশ করতে পারিনি। সাধারণ জনগণও বিভিন্ন ভাবে নির্যাতন হয়রানির শিকার। আজ আমরা স্বাধীন। উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি।

গতকাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের নূরানী মোড়ে নগর মাতৃসদন হসপিটাল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া শহর শাখার যুগ্ম আহবায়ক রেজাউল সরকার রেজা। প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন। সমাবেশের উদ্বোধন করেন শহর শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মকান্ডে তৎপর থাকার আহবান জানিয়েছেন।

উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সহ সভাপতি আবুল কাশেম, সানাউল হোসেন, জিয়াবুল ইসলাম জিয়া, আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিরেশ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এড. আকিল আহম্মেদ মমিন, খায়রুল হাসান কমল, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, জামিরুল ইসলাম, শহর শাখার সদস্য সচিব নাজমুছ সাদাত মামুন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *