জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) নিহত। সোমবার সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান,  জেলার কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে  শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথাকাটি হয়। এক পর্যায়ে  শ্যালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এসময় রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহতের বড়ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামী জুয়েল হোসেন (৩৫) কে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে দেয় এবং সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *