জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে

বগুড়া অফিস:

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক শুভ  সূচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীদের দীর্ঘ প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। জুলাই বিপ্লব আমাদেরকে এ বার্তায় দিয়েছে যে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যার রাজনীতি চলবে না। সংগ্রামী জনতা দেশে কোন ধরনের দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজী, টেন্ডারবাজী হতে দেবে না। দেশে আর কখনো আওয়ামী ফ্যাসীবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসবে না বা জনগণ নতুন করে ফ্যাসীবাদের এক্সটেনশন মেনে নেবে না। মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনা উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় দেশের আলেম সমাজ সহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বুধবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আগামী ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল ও জুলাই আন্দোলনে নিহতদের স্মরনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন। শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, রফিকুল আলম, সেলিম রেজা, এ্যাডভোকেট আল আমিন, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, এ্যাডভোকেট শাহীন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেগদায়তুল ইসলাম, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *