সালাহউদ্দিন সুমন বগুড়ার গর্ব

বগুড়া অফিস:

সালাহউদ্দিন সুমন বগুড়ার গর্ব। ছোট বেলায় ইচ্ছা জাগে লেখক হবার। সেই সুবাদে ছাপা পত্রিকার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এই আগ্রহ থেকেই সাংবাদিকতায় পদার্পণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতক পাশের পর চাকরি পান একটি বেসরকারি টেলিভিশনের বুরো প্রধান হিসাবে। চাকরি করেন দীর্ঘদিন। একটা পর্যায়ে এসে সুমন অনুধাবন করেন তার আগ্রহ ভিন্ন একটা জায়গায়। ইতিহাস, ঐতিহ্য বিশেষ মুঘলদের রাজধানী মুর্শিদাবাদের ইতিহাস যেন তাকে খুব করে টানছে।

একদিন সুযোগ পেতেই চেপে বসলেন ঢাকা থেকে কলকাতাগামী একটি ট্রেনে। সাথে ছিল ছোট একটি মোবাইল ফোন। সেই মোবাইল দিয়েই ভিডিও করেন ঢাকা-কলকাতা যাত্রা এবং কলকাতা শহরের কিছু অংশ। ফিরে এসে ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করলে দারুণ সাড়া মেলে। সেই থেকে শুরু হয় সুমনের নতুন পথযাত্রা। এরপর থেকে শুরু করেন ভিডিও কন্টেন্ট তৈরির কাজ।

তবে শুরু থেকেই তিনি নিজের পেশা ও ভিডিও কন্টেন্ট তৈরির সাংঘ‘র্ষিক বিষয়ে সতর্ক ছিলেন। শুধুমাত্র অফিসের কাজের বিরতিতে তৈরি করতেন এসব কন্টেন্ট। তবে এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে, তাকে টেলিভিশন সাংবাদিকতা অথবা ভিডিও কন্টেন্ট তৈরির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।  তখন তিনি কন্টেন্ট তৈরিকেই বেছে নেন।

বর্তমানে তিনি অনুসন্ধানী চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। খুঁজে বেড়াচ্ছেন ইতিহাসের কথা। ইতিহাসের এসব আবেদন, নিবেদন তুলে ধরছেন হাজারো দর্শকের কাছে।

কদিন আগেই সালাউদ্দিন সুমন অর্জন করেছেন, ২০২৫ সালের জুনে “Best Travel Vlogger of the Year” পুরস্কার লাভ করেন “Marvel Be With You – Marvel of Tomorrow” থেকে বগুড়ার ছেলে সালাউদ্দিন সুমনের জন্য The Bogura পেইজের পক্ষ থেকে রইল  প্রাণঢালা ভালোবাসা ও আগামী দিনের জন্য শুভকামনা ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *