রওজাতুল কুরআন মাদ্রাসার ১ম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের সুনামধন্য বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুরহাট রওজাতুল কুরআন মাদরাসা (সাবেক জয়পুরহাট ক্যাডেট মাদরাসা) এর ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাশরেকুল আলম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পরিচালক আবুল বাশার ও শফিকুল ইসলাম, জয়পুরহাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক অভিভাবক আব্দুল জলিল, অভিভাবক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, মাও: আব্দুর রহিম, হাফেজ আজাদুল ইসলাম ও হাফেজ সুমন হোসেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: নুর মাহমুদ, সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, মাও: মুক্তারুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল কার্ড ও মেধা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শিক্ষা অফিসার বলেন, মাদরাসা শিক্ষাবোর্ড এর সিলেবাস ছাড়াও আরবী, ইংরেজী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে অত্র প্রতিষ্ঠান সফলার সাথে ১৫ বছর ধরে পাঠ দান দিয়ে জেলা জুড়ে সুনাম অর্জন করে আসছে। এছাড়াও ইসলামী সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রযোগীতায় অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারী কর্মসূচীতে অংশগ্রহন করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করে সফলতার স্বাক্ষর রাখায় অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *