ফ্যাসিবাদমুক্ত দেশে চাঁদাবাজী চলতে পারেনা- আবিদুর
বগুড়া অফিস:
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত দেশে সন্ত্রাস, চাঁদাবাজী ও অরাজকতা চলতে পারেনা।
সকল অন্যায় অবিচার জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবীতে জামায়াত ঘোষিত ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনের জন্য টার্নিং পয়েন্ট। উক্ত সমাবেশে বগুড়ার জনশক্তির সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। শহর, গ্রাম, পাড়া-মহল্লায় ব্যাপক হারে গণসংযোগ বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবীতে স্বোচ্চার হতে হবে।
তিনি রবিবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে ৭ দফা দাবীতে ঢাকায় জামায়াতের মহাসমাবেশ সফল করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত প্রচার মিছিল ও লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে এ কথা বলেন । শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক আব্দুল মতিন, আসলাম হোসেন বিপুম আনোয়ারুল ইসলাম প্রমুখ। সমাবেশে শেষে শহরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।