বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের প্রতিষ্ঠাতা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ৫৬তম মৃত্যুবার্ষিকী

বগুড়া অফিস:

বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ ও পণ্ডিত ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (রহ.) এর ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বাদ মাগরিব সংস্থা মিলনায়তনে তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা সভা পবিত্র কুরআন খানি ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২য় সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালিক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক, কার্যনির্বাহী সদস্যেদের মধ্যে মোঃ আরেফ বিল্লাহ বিলু, কাজী আবু বকর সিদ্দিক, মাহফুজুল হক, সাবেক জেলা জজ মাহবুব-উল-আলম, মাওলান আব্দুল বারী রশিদী সহ আরও অনেকে।

উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ, তোফায়েল আহম্মেদ তপু, লাইব্রেরিয়ান নজরুল ইসলাম প্রমুখ। পরিশেষে দু’আ ও মোনাজাত পরিচালনা করেন বিশিস্ট ইসলামী চিন্তাবিদ ড. আব্দুল বারী রশিদি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *