বগুড়া শহর জামায়াতের শহীদ আবু সাঈদ দিবস পালন

বগুড়া অফিস:

বুধবার (১৬/০৭/২০২৫ ইং) বগুড়া শহর জামায়াত শহীদ আবু সাঈদ দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাভোকেট আল আমিন, আব্দুস সালাম তুহিন, এ্যাভোকেট শাহীন মিয়া, এ্যাভোকেট নুরুল ইসলাম আকন্দ, আজগর আলী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ বেগ, আনেরায়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস জাতির ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। তারাই বীর যাঁরা বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেছে।

কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতিছাত্র শহীদ আবু সাঈদ দাবি আদায়ের লক্ষ্যে পুলিশের সামনে বুক পেতে ঢাল হয়ে দাঁড়ান।

তিনি আরো বলেন জুলাই শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে ঋণে আবদ্ধ করে গিয়েছেন। আমরা তাদের নিকট চির ঋণী। আমরা প্রতিশ্রুতি বদ্ধ হই, শহীদদের রক্ত যেন বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়-ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আমাদেরকে তাদের ঋণ পরিশোধ করতে হবে। শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে শহরে এক মিছিল বের হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *