বগুড়ায় র্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, দুই নারীসহ গ্রেপ্তার ৩
বগুড়া অফিস:
ঢাকা-রংপুর মহাসড়কে র্যাবের মাদক বিরোধী অভিযানের চেকপোস্টে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেপ্তার হয় দুই নারীসহ তিনজন মাদক কারবারি। তাদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) ভোরে শাজাহানপুর উপজেলার বনানী সাজাপুর ফুলতলা আহমাদিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা গেট এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। চেকপোস্টে আটক মাদক কারবারিদের হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা ও নগদ টাকা জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা- ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার সাগরতলা এলাকার আব্দুল খালেকের ছেলে (বর্তমানে হরিপুরের বাসিন্দা) আবুল কাশেম (৪৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের কায়েম উদ্দিনের স্ত্রী (মাহাবুব শেখের মেয়ে) আয়েশা সিদ্দিকা (২০) এবং মধ্য বাসুদেবপুরের আসলাম হোসেনের স্ত্রী আছমা খাতুন (৪৫)।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের সঙ্গে দীর্ঘদিন সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তারা লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।