পত্নীতলায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে মামুন হোসেন, সাধারণ সম্পাদক পদে বায়েজীদ রায়হান শাহিন এবং ১নং সাংগঠনিক সম্পাদক পদে এ জেড মিজান এবং ২নং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লা-আল মাসুম নির্বাচিত হয়েছেন।
রবিবার (২০ জুলাই ২০২৫) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নজিপুর পাবলিক মাঠে উৎসব মুুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুু।
ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলিসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।