কাহালু বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

বগুড়া অফিস:

বুধবার (২৩ জুলাই) দুপুরে সদরের কৈচর বিএম টেকনিকেল কলেজ অডিটোরিয়ামে কাহালু উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও মাইলস্টোন স্কুলের নিহত শিশু শিক্ষার্থীদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাহালু উপজেলা বিএনপির প্রবীণ রাজনৈতিক ও জাগো দলের সদস্য একরাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হুমায়ুন কবির খোকা, জেলা বিএনপির সাবেক সদস্য ইউসুফ আলী, কাহালু উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হান্নান, আব্দুল মান্নান, সাবেক যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম পান্না, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুর রহমান, গোলাম রব্বানী। মতবিনিময় সভায় ও দেয়া মাহফিলের প্রধান সমন্বয়ক কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন মিনু, পৌর বিএনপি নেতা হাবিল উদ্দিন, জামগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা খায়রুল ইসলাম, কালাই ইউনিয়ন বিএনপি নেতা ইব্রাহিম, শামসুল হক, সাইফুল ইসলাম, মুরইল ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান, আনারুল, জমসেদ, পাইকড় ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, আজিজার রহমান, হেলালুদ্দিন হালু, আরিফুর রহমান, জামিল, আরিফ সহ আরও অনেক।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর বিএনপির নাম ভাঙিয়ে অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। যারা গত ১৭ বছর মাঠে ছিল না। কাহালু-নন্দীগ্রাম আসনে কাহালু উপজেলার ভোট বেশি। অথচ এই আসনে বিএনপির প্রতিনিধি হয় নন্দীগ্রামের প্রার্থী। এই উপজেলায় অনেক ত্যাগী নেতৃবৃন্দ রয়েছে। কিন্তু তাদের বাদ দিয়ে বিএনপির আগামী নির্বাচনে নন্দীগ্রামের নয় কাহালু উপজেলার ত্যাগী নেতাকে প্রার্থী করতে হবে। আর কোন বাহিরের নেতাকে নয়। আমরা সবাই এক হয়ে প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বার্তা পৌঁছে দিব। তাও অন্য কাউকে আর নয়। কাহালু উপজেলার ত্যাগী ও বিএনপি নেতাকে প্রার্থী করতে হবে।

মতবিনিময় সভা শেষে মাইলস্টোন স্কুলের নিহত শিশু শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *