বগুড়ায় দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র, শিক্ষক ও সাংবাদিক

বগুড়া অফিস:

“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়াতে দুর্নীতি প্রতিরোধে শপথ নিলেন ছাত্র শিক্ষক, সাংবাদিক ও সাধারণ নাগরিক ।

বুধবার (২৩ জুলাই ২০২৫) বগুড়া’র এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর হলরুমে টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়া এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক সভায় তারা এ শপথ পাঠের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সনাক সহ-সভাপতি হোসনে আরা হায়দার এর সভাপতিত্বে সভার শুরুতে টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। এরপর মুক্ত আলোচনায় সনাক, ইয়েস এবং এসিজি’র সদস্যবৃন্দ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ শেয়ারিং এর পাশাপাশি বিগত এক বছরের শিক্ষণীয় বিষয় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাস্টার কো- অর্ডিনেটর কমল কৃষ্ণ শাহা, সনাক বগুড়া এর সহ-সভাপতি মিলন রহমান, সনাক সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, ইয়েস আহবায়ক মোঃ মেরাজুল হাসান মন্ডল, এরিয়া কো-অর্ডিনেটর মঞ্জুর হোসেন সহ সভায় দুর্নীতিবিরোধী সেচ্ছাব্রতী সংগঠন সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটি ভিত্তিক একটিভ সিটিজেন্স গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *