বগুড়ায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলে সরকারি বৃত্তি পরীক্ষা দাবি

বগুড়া অফিস:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সমানভাবে অংশ নিতে চায় কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সিদ্ধান্ত পরিবর্তনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত পরিপত্র বাতিল দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ও কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, স্লোগান দেন শিক্ষকরা। তাদের দাবি, দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ দিতে হবে। এদিন প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনামুল হক, আজমল হুদা, আব্দুল হাকিম, রায়হানুল হক রানা, জহুরুল ইসলাম বাদশা, আমিনুল ইসলাম, আহসান হাবিব সবুজ, তবিবর রহমান, শাহ আলম, শফিক সরদার, মামুনুর রশিদ, মুখলিছুর রহমান মুকুল, খায়রুল ইসলামসহ কিন্ডারগার্টেনের শিক্ষক ও পরিচালকরা।

বক্তারা বলেন, দেশে প্রায় ৪৫ হাজার কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে। প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলে শিক্ষাক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক কৃতিত্ব অর্জন করে। সম্প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবহিতকরণ পত্র বাতিল করে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *