“জুলাই ২৪ গণঅভ্যূত্থানের মূল উদ্দেশ্য ও গণপ্রত্যাশা” শীর্ষক সিম্পোজিয়াম 

অনলাইন ডেস্ক:

“জুলাই আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের মূল উদ্দেশ্য ও গণপ্রত্যাশা” শীর্ষক জয়পুরহাটের আরাম নগরস্থ আব্বাস আলী খান মিলনায়তনে সিম্পোজিয়ামের আয়োজন করে জেলা জামায়াত।

বৃস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ওলামা মাশায়েক বিভাগের সভাপতি মাও: মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের আমীর মাও: আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন, সমন্বয়ক আশরাফুল ইসলাম, জুলাই যোদ্ধা ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, আইডিইবি’র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের জয়পুরহাট শাখার সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, বানিয়া পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: সাইদুর রহমান সাঈদ, তালিমুল ইসলাম একাডেমির অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ, জয়পুরহাট মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, কালাই বিজনেস ম্যানেজম্যান কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম, শিরট্টী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, জুলাই গণঅভ্যূত্থানে ফ্যাসিট হাসিনার নির্দেশে মানবাতা বিরোধী যে অপরাধ করেছে  অবিলম্বে তাদের বিচার নিশ্চিত করতে হবে। জামায়াত চাঁদাবাজ দুনীতি মুক্ত আধুনিক মানবিক বাংলাদেশ করার ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা বাস্তবায়নে উপস্থিত বিশিষ্ট নাগরিকদের গণঅভ্যূত্থানের মূল উদ্দেশ্য ও গণপ্রত্যাশা পুরুণে সিম্পোজিয়ামে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *