বিরামপুরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর জেলা ছাত্রদল শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালালের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার সেতু বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুর জেলা ছাত্রদল শাখার দলীয় প্যাডের চিঠিতে বলা হয় ‘সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা শাখার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, বিরামপুরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠে আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিরামপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আব্দুল্লাহ উপজেলার হাবিবপুর এলাকার বাদশা মিয়ার ছেলে। সে বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান নুর ওরফে বাবু।

মামলার এজাহার বলা হয়েছে, ‘চলতি সপ্তাহের মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশা করে কলেজে যাচ্ছিল মেয়েটি। বিরামপুর ব্রিজের কাছে অটো থেকে নেমে আদর্শ স্কুলের রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটিকে একা পেয়ে তার স্কুল ব্যাগ টেনে ধরে জোরাজুরির এক পর্যায়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়েটি চিৎকার করতে থাকলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

পরে ওই শিক্ষার্থী বাড়িতে পৌঁছে পরিবারকে বিষয়টি অবগত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত আব্দুল্লাহ দীর্ঘদিন থেকেই তার মেয়েকে উত্ত্যক্ত করত। কলেজে যাওয়া-আসার সময় অশ্লীল অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কুপ্রস্তাব দিত। বিষয়গুলো নিয়ে আগেও গ্রাম্য সালিশ হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম জানান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিষয়টি আমাদের নজরে এলে সাংগঠনিকভাবে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

তিনি বলেন, ‘যে ব্যক্তি দলীয়শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে তার বিরুদ্ধেই এমন ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল্লাহর ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *