মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জয়পুরহাটে দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক:
ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জয়পুরহাটে আক্কেলপুরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জামালগঞ্জ বাজারের গোহাটি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার, সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী।
এসময় আরও বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, আক্কেলপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মুকুল, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল।