জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

অনলাইন ডেস্ক:

ছাত্র জনতার জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাটে জেলা প্রশাসক  গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার  বিকেল ৪ টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ টূর্ণামেন্ট এর  উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,  অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান,  সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির  ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, সাবেক জাতীয় দলের ফুটবলার মোঃ আফজাল হোসেন,রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিক।

আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার,  জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস, এনডিসি উজ্জ্বল বাইন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, মিজানুর রহমান, সাজজাদ হোসেন, আয়শা সিদ্দিকা তাওহীদা প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী জানান, ছাত্র জনতার জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। ৫ টি উপজেলার ৫ টি টিম  এবং ৩ টি পৌরসভাসহ মোট ৮ টি টিম খেলায় অংশ গ্রহণ করবে।

উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট  পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা  অংশ গ্রহণ করে। মোট ৮ টি দল টূর্ণামেন্টে অংশ গ্রহণ করবে। আগামী ১৫ আগষ্ট  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *