বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাওলানা তোহার গণসংযোগ
বগুড়া অফিস:
বগুড়া-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মাওলানা ফজলে রাব্বি তোহা গণসংযোগে তৎপর রয়েছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে গ্রামীণ জনপদে ছুটছেন। ধানের শীষে আস্থা রাখতে জনগণের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করছেন।
বুধবার (৩০ জুলাই) দিনভর নন্দীগ্রাম ও কাহালু উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন মাওলানা ফজলে রাব্বি তোহা। তিনি বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক, কেন্দ্রীয় ওলামাদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে অন্তত দুই ডজন নাশকতা মামলায় বিএনপির এই নেতা অসংখ্যবার কারাবন্দী ছিলেন। মামলা হামলা ও নির্যাতনের মুখেও ফেরারি থাকেননি। রাজপথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তৎপর নেতৃত্ব দেওয়া ফজলে রাব্বি তোহা ইতিপূর্বেও বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তিনি মঙ্গলবার (২৯ জুলাই) নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কালানী বাজার, কাওরান বাজার, ধুন্দার বাজার, কদমকুড়ি মোড় ও মুরাদপুর বাজারে তারেক রহমান উত্থাপিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন। সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর হাকিম, যুগ্ম আহবায়ক রাশিদুল বারী মহব্বত, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান রবি, বিএনপি নেতা হাফিজার রহমান, আব্দুল জলিল, আব্দুর রশিদ, রমজান আলী, আব্দুল মুমিন, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুস সালাম, যুবদল নেতা বাকি বিল্লাহ, মুঞ্জুরুল ইসলাম গোলাম, ছাত্রদল নেতা পারভেজ মোশারফ প্রমূখ।