রুয়ার নির্বাচিত সদস্য বগুড়ার আব্দুল বাসেদকে জামায়াতের সংবর্ধনা
বগুড়া অফিস:
বগুড়ার ধুনট উপজেলার মানিক পোটল গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শহীদ আব্দুল মালেকের ভাতিজা বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর ছাইহাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুন্সি আব্দুল বাসেদ রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে বুধবার (৩০ জুলাই) বগুড়া জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অভিনন্দন জ্ঞাপন করা হয় রুয়ার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সেক্রেটারি প্রফেসর ড.নিজাম উদ্দিন সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মানসুরুর রহমান, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেত। আরো উপস্থিত ছিলেন রুয়া বগুড়া ইউনিটের আহবায়ক উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ রেজাউল আখলাক, মাহফুজুল হক, আখতারুজ্জামান, প্রভাষক সাইফুল ইসলাম, ড.আব্দুল আউয়াল, ড. শফিকুল ইসলাম, ড. আবু সালেহ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।