জয়পুরহাটে শ্রমিক দলের ইউনিট সদস্যদের মাঝে নিবন্ধন ফরম বিতরণ
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জয়পুরহাট জেলার অন্তর্গত সকল ইউনিটের সদস্যদের মাঝে নিবন্ধন ফরম বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২ টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে এ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি বাবুুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক শ্রমিক দলের সভাপতি জহুরুল হক সওদাগর, বিশিষ্ট শ্রমিক নেতা নাজমুল হক, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত প্রমুখ।