রাস্তা মেরামতের কাজের উদ্বোধন করলেন জনাব সাঈদ

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট জেলার ভাদসা ইউনিয়নের গুরুত্বপূর্ণ দূর্গাদহ বাজার–ঢুলিপাড়া সংযোগ সড়কের মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

৩১ জুলাই ২০২৫ এই মেরামত কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখার আমির জনা ফজলুর রহমান সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন জামায়াত ইসলামী শাখার সেক্রেটারি জনাব মোঃ ইলিয়াস হোসাইন, ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ সোহেল রানা, ডাক্তার আমির খসরু হিরক এবং স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জনাব ফজলুর রহমান সাঈদ বলেন, “জনগণের ভোগান্তি লাঘবে এই রাস্তাটি মেরামত একান্ত প্রয়োজন ছিল। আমি জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।

স্থানীয় বাসিন্দারা রাস্তাটি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল দশায় সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছিল।

রাস্তাটির মেরামত কাজ সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থী চলাচলসহ নানা দিক থেকে উপকৃত হবেন এলাকাবাসী

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *