জয়পুরহাটে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সমাপনী
অনলাইন ডেস্ক:
পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ আগস্ট) বেলা ১২ টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজজাদ হোসেন, আয়েশা সিদ্দিকা তাওহীদা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
জেলা প্রশাসক সকলকে গাছ রোপনের আহবান জানান। বর্জপাত থেকে রক্ষা পেতে বেশি বেশি তাল গাছ রোপন করতে বলেন। সেই সাথে পরিকল্পিত বনায়ন করার প্রতি আহবান জানান। বৃক্ষ মেলা হক বা না হক আমাদের কে বৃক্ষ রোপন করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে বৃক্ষ রোপনের প্রতি আগ্রহ বাড়াতে সংশ্লিষ্টদের কাজ করার আহবান জানান।