বিল্লাহ আটপির গ্রামের মরহূম হারুনুর রশিদের জানাজা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
বিল্লাহ আটপির গ্রামে মরহুম হারুনুর রশিদের জানাজা নামাজ ৩ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন,
“সত্যের পতাকাবাহী হও— একমাত্র সত্য হলো আল্লাহর রাসুলের মাধ্যমে পৃথিবীতে যা এসেছে। রাসুলের আদর্শ ছাড়া পৃথিবীর অন্য কোনো আদর্শ গ্রহণযোগ্য নয়। একজন মুমিন কখনো মিথ্যার অনুসারী হতে পারে না।”
জানাজা শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং বলেন—
“আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করুন, তাঁর সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন!”