জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান সাঈদের গণসংযোগ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির জনাব ফজলুর রহমান সাঈদ আজ ভাদসা ইউনিয়নের নেংগাপীর বাজার, সগুনাচড়া চারমাথা ও মাঝিপাড়া বাজারে গণসংযোগ করেন।

গণসংযোগ চলাকালীন তিনি বলেন, “হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই দেশকে যদি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত করতে না পারি, তবে তা হবে সেই রক্তের সঙ্গে বেইমানি। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আপনাদের রায়ে সরকার গঠন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবো।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এফডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন, জয়পুরহাট সদর থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, ভাদসা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান এবং যুব বিভাগের সেক্রেটারি মোঃ সোহেল রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *