গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়পুরহাটে জামায়াতের বিশাল গণ মিছিল
অনলাইন ডেস্ক:
জুলাই-আগস্ট’২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে আবুল কাশেম ময়দানে থেকে বিশাল এক গণ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাচুর মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সরক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, শহর শাখার আমীর মাও: আনোয়ান হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: মুহা: ইমরান হোসেন, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
গণ মিছিলের পূর্বে পৃথক পৃথক ব্যানারে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও শহরের সব ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, পিআর পদ্ধতিতে জামায়াত ভোটের দাবী জানান এবং জয়পুরহাটের দুইটি আসনেই দুর্নীতি-চাঁদাবাজ মুক্ত করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।