প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ কিডারগার্টেন অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে জয়পুরহাট প্রেসক্লাবে মঙ্গলবার ১১টায় এক সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তারা বলেন, বৃত্তি নেওয়া বৈষম্য নয়, সমান সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীর অধিকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জেলা কিডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মো: শামছুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন জেলা কিডারগার্টেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সুফিয়া সুলতানা, সহ-সভাপতি এহসানুল হক নাজমুল, সহ-সভাপতি রবিউল ইসলাম ও শাহ জালাল দেওয়ান, সাধারণ সম্পাদক শাকিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান  সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের বক্তব্যে বলা হয় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি ও কিডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এটি হবে চরম বৈষম্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও কিডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

তাঁরা অভিযোগ করেন, ২০১৯ সাল পর্যন্ত কিডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে, যা চরম বৈষম্যের শামিল। নেতৃবৃন্দ বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার। অথচ কেবল প্রতিষ্ঠান ভিন্ন হওয়ার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বঞ্চিত হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তাঁরা আরও জানান, বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তারা অবিলম্বে কিডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা না করলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকা সহ দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *