জয়পুরহাটে যুব দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

অনলাইন ডেস্ক:

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে একটি রর‍্যালী যুব উন্নয়ন অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব ভবন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, মেজর ওয়াজিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আলম, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন রেজিষ্ট্রেশন, শপথ পাঠ, চেক বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *