ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই- গোলাম রব্বানী

বগুড়া অফিস:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী বলেছেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচমুখী জনবান্ধব দল।

অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তাই আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে এদেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেচে নেবে ইনশাআল্লাহ। ভোট কারচুপি ও জাল ভোট প্রতিহত করতে হবে। ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়ম রোধ এবং দক্ষতার সাথে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে।

তিনি শুক্রবার (১৫ আগস্ট) বগুড়া শহরের ফয়জুল্বা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র কমিটির আলোচনা সভায় বক্তব্য দানকালে একথা বলেন। বিশিস্ট ব্যবসায়ী আজাদুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহীন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমান, জামায়াত নেতা রেজাউল করিম, জরজিস হোসেন,আতিকুল ইসলাম বিপ্লব. নজরুল ইসলাম, মাওলানা সারওয়ার হোসেন, হযরত আলী প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *