জয়পুরহাটে আইবিডব্লিউএফ এর সদস্য সমাবেশে

অনলাইন ডেস্ক:

টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার শ্লোগান নিয়ে নতুন সদস্যদের নিয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাটে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে আইবিডব্লিউএফ এর জেলা সভাপতি হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহম্মদ শহিদুল ইসলাম।

আইবিডব্লিউএফ এর জেলা শাখার সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, আইবিডব্লিউএফ এর বগুড়া জোনের সভাপতি ও দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা, তালহা এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও জয়পুরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, আল আরাফা ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মউছুদুর রহমান, পল্লী ফিড এন্ড চিকস্ এর সত্বাধিকারী মনিরুজ্জামান জাহাঙ্গীর, পূরবী ফিড লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক, আইবিডব্লিউএফ এর জেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব, আইবিডব্লিউএফ এর জেলা শাখার সহ-সভাপতি এনামুল হক হেলাল ও আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, আমরা সৎ ব্যবসায়ী হওয়ায় বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে ব্যবসার জন্য যোগাযোগ করছে। আমরা আইবিডব্লিউএফ টীম নিয়ে ২০০২ সাল থেকে চীন, জাপান, সিঙ্গাপুর, উগান্ডা, মালোশিয়া, সৌদি সহ ১৭ টা দেশে ব্যবসায় সাফল্য ও অভিজ্ঞতা অর্জন করার জন্য সফর করেছি। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসা সততার সাথে পরিচালনা করার মাধ্যমে একজন সাফল-আদর্শ ব্যবসায়ী হওয়া সম্ভব বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *